আব্দুল আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি:।।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আমতলী সড়কের পিচ ও পাথর উঠে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দের কোথাও কোথাও কাদা জমে আছে প্রথম দেখায় মনেই হয় না এটি সড়ক এসব স্থানে ভারী যানবাহন চলতে গিয়ে বিকল হচ্ছে সড়কটির বেহাল হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিন ইউনিয়নের লক্ষাধিক মানুষ এর মধ্যে সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্তে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা চকমিরপুর ইউনিয়নের সমেত পুর পশ্চিম পাড় মোড়ে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কের বর্ষাকালে বৃষ্টি বেশি হওয়ায় খানাখন্দ ও কাদায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো ট্রাক বিকল হয়ে পড়ে। এ-ই রাস্তা দিয়ে আমতলী গরুর হাট থেকে বেপারীরা ট্রাকে করে গরু ক্রয় বিক্রয় করে থাকে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতপুর আমতলী বাচামারা রাস্তাটি ভারী বৃষ্টির কারণে গর্ত হয়েছে। আমরা জেলা প্রকৌশলীকে বরাদ্দের জন্য অবগত করেছি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।