জি,এম আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধি:।।
আজ (১৪ সেপ্টেম্বর রোজ শনিবার) খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করেন। গতকাল গাড়িবহন নিয়ে গোপালগঞ্জে প্রবেশ কালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রেয় সভাপতি এস, এম জিলানি ও তার পরিবার সহ অসংখ্য আহত হয়েছে এবং কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হওয়ার প্রতিবাদে ও নেতাকর্মীর উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুলনা মহানগরে জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেন।
উক্ত বিক্ষোভ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য রাখেন তারা বলেন এই স্বৈরাচারী সরকার আবার কোন নীল নকশা তৈরি করছে। তারা গুম খুন সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করে দেশের মান ক্ষুন্ন করছে তাই অতি অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।