জি এম আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধি:।।
আজ সকালে খুলনা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন কর ভবনের ছাদ থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মৃত শ্রমিকদের প্রাথমিক তথ্য পাওয়া সূত্রে তারা হলেন- মো.মামুন, আশরাফুল ও রাব্বি নামের তিন ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায় আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে নগরীর বয়রা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সঙ্গে থাকা অন্য শ্রমিকরা বলেন দুইজনের বাড়ি পঞ্চগড়ে ও একজনের বাড়ি খুলনাতে।
তবে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা মহিলা কলেজের সামনে কর ভবনের ১০ তলার চলমান কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে যায়। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা মিলে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৯ টার দিকে তাদেরকে (ব্রডডেড) মৃত ঘোষণা করেন। বর্তমানে ৩ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে । নির্মাণাধীন ভবনে কোন সেফটি গার্ডের ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে পুলিশ।
খুলনা খালিশপুর থানার ওসি জনাব আনোয়ার হোসেন বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনে শ্রমিকরা নির্মাণ কাজ করছিল বলে শুনেছি। সেখানে অসাবধানতাবশত পাঁচতলা থেকে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানার আওতাধীন বলে জানিয়েছেন।