নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:।।
কিশোরগঞ্জের হোসেনপুরে মিজানুর রহমান মামুন নামের এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৬ সেপ্টেম্বর বিকেলে ওই ব্যবসায়ীর এলাকার ছাত্র-জনতা মিলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে ৷
জানা যায়, গত ২২ অগাস্ট রাতে উপজেলার বিলচাতল গ্রামের বাসিন্দা ও হোসেনপুর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান মামুনকে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এ বিষয়ে মামলা হলেও মূল আসামি ধরা ছোঁয়ার বাইরে।
মিছিলটি হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে প্রতিবাদী সমাবেশের মাধ্যমে শেষ হয় প্রতিবাদী সমাবেশে বক্তারা আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।