নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:।।
আজ ভোরে হোসেনপুরের মাধখলা টেটনা বাড়ির সামনে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঢাকাগামী জলসিঁড়ি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানের জমিতে উল্টে পড়ে যায়। এতে আহত হয়েছেন প্রায় ২০ জন।
দুর্ঘটনার সময় আকাশে বজ্রপাতের বিকট শব্দের পরপরই বিদ্যুৎ চলে যায়। এরই মধ্যে ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে দ্রুত হোসেনপুর হাসপাতালে নিয়ে আসা হয়।
এই দুর্ঘটনায় অধিকাংশ আহত ব্যক্তি হলেন কুড়িঘাটে দৈনিক শ্রম বিক্রি করতে আসা মানুষ। যাদের জীবন জীবিকা দৈনন্দিন কাজের ওপর নির্ভরশীল তাদের মধ্যে অনেকেই হাসপাতালে আসতে দ্বিধান্বিত ছিলেন কারণ চিকিৎসার খরচের চিন্তা তাদেরকে ভীত করে তুলেছিল। তবে ফায়ার সার্ভিস কর্মীদের বুঝিয়ে-শুনিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে তাদের অনেকেই গুরুতর আহত, এবং চিকিৎসার জন্য তহবিলের সংকটে আছেন। হোসেনপুর হাসপাতালের চিকিৎসকরা তাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছেন।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি দ্রুতগতিতে ছিল এবং ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটে।