মোশারেফ হোসেন রিয়াদ, নান্দাইল (ময়মনসিংহ) জেলা প্রতিনিধি:।।
কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান পদে চাকুরী দেওয়ার নামে নান্দাইল প্রাণী সম্পদ অফিসের প্রাণী সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ, উপসহকারী প্রাণী সম্পদ (সম্প্রসারণ) কর্মকর্তা মো.জসিম উদ্দিন ও ঘাস সম্প্রসারণ প্রকল্পের কর্মী মো.খায়রুল ইসলাম মুরাদের বিরুদ্ধে টাকা নিয়ে প্রতারণা অভিযোগে উঠেছে এঘটনায় দুই ভোক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে- নান্দাইল উপজেলার কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান পদে চাকুরী দেওয়ার নামে গত বছরের ৫ সেপ্টেম্বর উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর কামটখালী গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মোকারম হোসেন মানিকের নিকট থেকে ২ লাখ ২০ হাজার টাকা এবং সিংরইল ইউনিয়নের আব্দুল কদ্দুসের পুত্র ওমর ফারুকের নিকট থেকে ২ লাখ টাকা নেয় প্রাণী সম্পদ (সম্প্রসারণ) কর্মকর্তা, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ও ঘাস সম্প্রসারণ প্রকল্পের কর্মী।
দীর্ঘদিন অতিবাহিত হলেও চাকুরী না পেয়ে টাকা ফেরত চাওয়ায় দুই ভোক্তভোগীকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো.জসিম উদ্দিন বলেন - এমন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে স্যার (প্রাণী সম্পদ কর্মকর্তা) নিকট জানতে পারেন।
নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হারুন অর-রশিদ বলেন - বিষয়টি আমার জানা নেই। উপ-সহকারী সম্প্রসারণ কর্মকর্তা তারা হয়তো জানে, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল বলেন- এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখা হবে।