এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি:।।
শিক্ষক হলেন মান্যবর পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মহা ব্যক্তি বিকাশে শৈশব কৈশোর যৌবনে করেন শিক্ষাদান হাতে খড়ি লেখালেখি, পাঠ উচ্চারণে যার অবদান।চলতে শেখায় বলতে শেখায় সমাজে শির করে টান, জন্মদাতা মাতা-পিতার পরে সমাজে যাকে শ্রেষ্ঠ জানি।
তিনি হলেন পরম আরাধ্য মাথার মুকুট চিরদিনই মানি শিক্ষক যিনি দান করেন শিক্ষা দীক্ষা কর্ম দক্ষতা কাজে হয়তো আজ ভুলে গেছি তা বর্তমান পরিস্থিতিতে সমাজে আদর্শ ছাত্র শিক্ষা গুরুর চরণে নিজেকে করলেও সমর্পন।
শিক্ষকের ঋন তার হয়না শোধ করলেও দান রক্ত-জীবন, হাজারো শিক্ষার্থীকে শিক্ষক করেন শিক্ষা দান এ জগতে-সকল ছাত্রই চলেনা শিক্ষকের নীতি-আদর্শ দেখানো পথে, শৈশবে শুনেছি পিতার কাছে তিন নম্বরে শিক্ষকের স্থান-মহৎ জাতি গঠনে আদর্শ শিক্ষকই হলেন কারিগর মহান।
শিক্ষকের ব্যর্থতা শিক্ষককে ভবে অপদস্ত লাঞ্চিত করে-সুশিক্ষা দান শিক্ষককে করে গর্বিত মস্তকাসনে তুলে ধরে আদর্শ শিক্ষক আদর্শ ছাত্রের মসৃন চলার পথ তৈরী করে-একে অপরের প্রতি দায়বদ্ধতায় যে বৈষমহীন সমাজ গড়ে।
এসো আজি প্রতিজ্ঞা করি নয় কোন বেয়াদবি দলীয় করণে-নিজ ও পরিবারিক শিক্ষা প্রকাশ করবো শিক্ষাগুরুর চরণে।