পেয়ার ইসলাম নূরউদ্দিন, ভোলা জেলা প্রতিনিধি:।।
ভারত থেকে আসা পানির প্রভাবে বাংলাদেশের প্রায় আটটি জেলার মানুষ পানির কারনে দিশেহারা, গত কয়েকদিন যাবত সে সমস্ত জেলার মানুষের দুর্ভোগের যেন শেষ নেই, কেউ কাঁদছে স্বজন হারিয়ে আবার কেউ কাঁদছে সম্পদ হাড়িয়ে।
বন্যাকবলিত এলাকায় গুরে দেখা যায় মানুষের হাহাকার ও আহাজারি দূর দূরান্ত থেকে বানভাসিদের জন্য ত্রান নিয়ে আসছে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বিজিবি বাহিনী ও পুলিশ বাহিনী সহ দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা, এরই মধ্যে সবস্থানে ত্রান পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তবর্তীকালিন সরকারের বিভিন্ন নেতা কর্মীরা।
তবে দিন শেষে একটি অভিযোগ পাওয়া যাচ্ছে বানভাসি মানুষের রাতের বেলা একটু আলো জ্বালানোর জন্য তাদের কিছুটা ভরসা মোমবাতি, আর এই সুযোগ কে কিছু অসাধু ব্যবসায়িরা বানভাসি মানুষের এ দুর্বলতা কে কাজে লাগিয়ে পাঁচ টাকার মোমবাতি বিক্রি করছেন চল্লিশ টাকায়, যা খুবই দুঃখজনক।
গুনীজনরা বলছে এহন পরিস্থিতিতে ব্যবসায়িদের এমন আচরণ সত্যি নেককার জনক যা সামাজিক মুল্যবোধের অবক্ষয় বলে আক্ষা দেন তারা,ব্যবসায়িদের এমন সময় সহানুভূতি দেখিয়ে।