মোশারফ হোসেন রিয়াদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:।।
ময়মনসিংহের নান্দাইল-ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ি সড়কের পাশে পড়েছিল ইজিবাইক চালাকের মরদেহ। শনিবার (২৪ আগষ্ট) সকালে মরদেহ টি উদ্ধার করে ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ি রায়ের বাজার ফাঁড়ি থানার পুলিশ তবে ইজিবাইক চালকের সঙ্গে থাকা ইজিবাইক টি পাওয়া যায়নি নিহত ইজিবাইক চালকের নাম মো. আল-আমিন (৩০) সে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর পুত্র সে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে- গতকাল শুক্রবার আসরের নামাযের পর নিহত ইজিবাইক চালক আল আমিন বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন রাতে আল-আমিন বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। শনিবার সকালে পরিবারের লোকজন জানতে পারেন নান্দাইল -ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ি সড়কের ঈশ্বরগঞ্জের কবীরপুর এলাকায় পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন আল-আমিনের মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহটি আঠারেবাড়ি রায়ের বাজার ফাঁড়ি থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জের আঠারেবাড়ি রায়ের বাজার ফাঁড়ি থানায় পরিদর্শক মো. আমিনুল হক জানান- মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে এঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।