এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি:।।
পাবনা থেকে নিজস্ব সংবাদদাতা: পাবনা জেলার প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ কৃষ্ণপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা বাংলাদেশ কবিতা সংসদ, পাবনার জীবন সদস্য বেগম হোসনেআরা চৌধুরী ১৭ আগস্ট সন্ধ্যা ৬.২৪ মিনিটে পাবনার গোবিন্দাস্থ নিজ বাসভবন সংলগ্ন একমাত্র জামাতা প্রফেসর শাহ নেওয়াজ সালাম এর বাড়িতে বাধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি ১৯৩৫ সালের ১ মাচ জন্মগ্রহণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর তাঁর মৃত্যুতে বাংলাদেশ কবিতা সংসদ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন১৮ আগস্ট বেলা ২ টায় গোবিন্দা দেওয়ানবাড়ি মসজিদে জানাজা অন্তে আরিফপুর গোরস্থানে কবর দেয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সকল ভক্ত শুভাকাঙ্ক্ষী ও ছাত্রীদের শরীক হবার জন্য আহ্বান জানান হয়েছে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দান করেছেন বাংলাদেশ কবিতা সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আন্তর্জাতিক পরিমন্ডলে সুপরিচিত কবি শ্রী মানিক মজুমদার, পাবনা জেলার বিশিষ্ট কবি-গীতিকার শহীদ আমিন উদ্দিন আইন কলেজের অধ্যাক্ষ ও বিশিষ্ট আইনজীবী মরমী কবি আজিজুল হক।
পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিষ্ট, সাংবাদিক-গবেষক, পরিবেশ ও মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ, দৈনিক সিনসা সম্পাদক মাহবুব আলম, পাবনা জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী কবি অ্যাডভোকেট মোঃ আব্দুর রহিম প্রামানিক, কবি অ্যাডভোকেট মোঃ আবুল বাশার রানা, অ্যাডভোকেট খোন্দকার শাহ আলম স্বপন, গ্রিনপিস বাংলা সাধারণ সম্পাদক মুন্সি মুহাম্মদ হযরত আলী।