মোশারফ হোসেন রিয়াদ, নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি:।।
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে নান্দাইলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনিক নেতাকর্মীরা।
বিএনপি নির্বাহী কমিটির সাবেক সদস্য,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক, নান্দাইল ও ঈশ্বরগঞ্জের চার বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর পুত্র ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর তত্ত্বাবধানে দুপুর ১২ টায়।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মাজার বাসস্ট্যান্ডে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি দত্তপুর বেলালাবাদ বাজার পদক্ষিণ করে মাজার বাসস্ট্যান্ডে শেষ করে অবস্থান কর্মসূচি পালন করে দলীয় নেতাকর্মীরা এর আগে অবস্থান কর্মসূচি ঘিরে উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল সহকারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এসে জড়ো হয়।
শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অবস্থান কর্মসূচিতে, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়।