জি,এম আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধি:।।
চাঁদাবাজির অভিযোগে খুলনায় কালা মনিরকে আটক করেছে নৌবাহিনীর টহল দল।
আজ বুধবার (১৪ আগস্ট) দুপুর ১টায় দিকে সোনাডাঙ্গা কাঁচা বাজারে কালা মনির নামক একজন ব্যক্তি জনৈক আড়ৎ ব্যবসায়ীর সঙ্গে গোলযোগ করে ও হুমকি দিয়ে চাঁদা দাবি করে। তাৎক্ষণিকভাবে আড়ৎ ব্যবসায়ী ফোন কলের মাধ্যমে নৌবাহিনীর নিকট সাহায্য চায়।
পরবর্তীতে লেঃ মুস্তাদি-উল-ইসলাম, (এক্স), বিএন (পিনং ৩৬০৬) এর নেতৃত্বে একটি টহল দল পরিস্থিতি স্বাভাবিক করতে উক্ত এলাকায় আসেন এবং নৌবাহিনী টহল দল চাঁদাবাজ কালা মনিরকে আটক করে।
অতঃপর দুপুর ১টা ৪৫ মিনিটে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে। উল্লেখ্য, কালা মনির এর বিরুদ্ধে থানায় পূর্বের ১০টি মামলা রয়েছে বলে জানা যায়।