এস এম আকাশ, চাটমোহর,(পাবনা) প্রতিনিধি:।।
আর কোন মৃত্যু নয়, সংঘাত নয়,শান্তি চাই" স্লোগানে রবিবার (৪ঠা আগষ্ট ২০২৪ইং) সকাল ১০:৩০
পাবনা প্রেসক্লাব চত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি আবুল কাশেম।
সহ সভাপতি ও শহীদ বুদ্ধিজীবী ডাঃ ফজলে রাব্বি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সালফি আল ফাত্তাহ, এ্যাটিউন ব্যান্ডের পরিচালক মাহবুবুল আলম লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী জোটের লিখিত বক্তব্য প্রদান করেন, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আব্দুল মতীন খান, যুগ্ম সম্পাদক ও উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয়, গণশিল্পী সংস্থার সাবেক সাধারণ।
সম্পাদক বিপ্লব ভৌমিক, উত্তরণ পাবনার সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, ঝংকার শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক এস এম আইয়ুব আলী,গণশিল্পী সংস্থার সহ সভাপতি এ্যাড মোসফেকা জাহান কনিকা, ইছামতি থিয়েটারের কার্যকরী সদস্য রবিউল ইসলাম রনি।
সদস্য আব্দুল কাইউম তমাল,যান্ত্রিক নাট্যগোষ্টির সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, উদীচী পাবনার সভাপতি কাজী মারুফা ও সাধারণ সম্পাদক দিবাকর চক্রবর্তী, অন্তহীন ব্যান্ড দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ সর্দার, থিয়েটার ৭৭ পাবনার সভাপতি মোঃ মোকাররম হোসেন,কবি ও বাচিকশিল্পী মন্জ্ঞুরুল ইসলাম প্রমুখ।