নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:।।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জে র্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার, ৩১ জুলাই সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আলী।
এসময় আওয়ামী লীগ নেতা করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা আক্তার,জাতীয় পার্টি নেতা ও কিরাটন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি সাংবাদিক আবুল মনসুর লনু, অফিসের কর্মকর্তা, কর্মচারীগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা, গুণীজন,সুধীজনেরাসহ মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন।