মানিক হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রতিনিধি:।।
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটার বিষয়ে প্রধান মন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে গতকাল রাত সাড়ে ১১টায় নিজেদের রাজাকার বলে স্লোগান দেয় শিক্ষার্থীরা। তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়( ইবি) শাখা ছাত্রলীগ।
সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করে তারা। মিছিলটি ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার পদক্ষিন করে একই স্থানে সমাবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, 'যারা রাজাকারের নাম উল্লেখ করে স্লোগান দেয় আমরা তাদের ঘৃণাভরে প্রত্যাখান করছি। রাজাকরের সাথে আমাদের কোনো আপোষ নেই, বন্ধুত্ব নেই। রাজাকার হয়ে এদেশে কেউ থাকতে পারবেন না। এক মূহুর্তের জন্য আমরা তাদের ছাড় দিবো না। স্বাাধীনতা বিরোধী শক্তিরা সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয়ের মাটিতে আর একবারের জন্য যদি রাজাকার বলে স্লোগান দেয় স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছাত্রলীগ তাদের সমূলে উৎপাটন করবে।