মোঃ জনি আহমেদ জীবন, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:।।
জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার) পুলিশ সুপার, কুষ্টিয়া(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় এর নির্দেশনায় ও জনাব মোঃ মাহফুজুল হক চৌধুরী পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার তত্বাবধানে এসআই(নিঃ)/অনুপ কুমার মন্ডল সঙ্গীয় অফিসার এ, এস,আই (নিঃ)/মোঃ আশরাফুল ইসলাম এ,এস,আই(নিঃ) মোঃ মহিদুল ইসলাম ও সংগীয় ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার একটি চৌকস টিম কুষ্টিয়া মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে কুষ্টিয়া মডেল থানাধীন জগতি সাকিনস্হ কুষ্টিয়া চিনিকলের সামনে ও বাইপাস সড়কের ওভার ব্রীজের নীচে জনৈক মোঃ রকি মন্ডল(২২)এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আটককৃত আসামী ১।মোঃ মাহিবুল আমিন@ অপু(২৮) পিতা-মোঃনুরুল আমিন সাং কড়ইতলি থানাঃ ফরিদগন্জ জেলাঃচাঁদপুর বর্তমান সাং-১/১৩ বড়বাগ ডাকঘরঃ মিরপুর-১২১৬ মিরপুর-২ থানা- মিরপুর ডি,এ, পি ঢাকা আসামী২।মোঃ হোসেন(৩৮) পিতাঃমৃত মমিন উদ্দিন সাং বলরামপুর থানাঃ মুলাদি জেলাঃ বরিশাল বড়তমান ঠিকানাঃ সাং-১৬১/ সি জনতা হাউজিং মসজিদ রোড মিরপুর-১,থানাঃ মিরপুর ডি,এম,পি ঢাকা। উপস্হিত স্বাক্ষীদের সামনে বিধি মোতাবেক ০১ নং আসামী মোঃ মাহিবুল আমিন@ অপু এর দেহ তল্লাশী কালে তাহার কাঁধে থাকা কালো রংয়ের ব্যাগের মধ্যে রক্ষিত ২০(বিশ) বোতল ফেন্সিডিল ও ০২ নং আসামী মোঃ হোসেন এর দে তল্লাশী কালে তাহার কাঁধে থাকা ছাই রংয়ের ব্যাগের মধ্যে রক্ষিত ১৬(ষোল) বোতল ফেন্সিডিল। সর্বমোট ৩৬(ছত্রিশ) বোতল ফেন্সিডিল আসামীদ্বয় নিজ নিজ হাতে বাহির করিয়া দেয় এবং উক্ত আসামীদ্বয়ের মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১(এক) টি পুরাতন কালো রংয়ের FZ-S মোটরসাইকেল। যাহার রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ল-৫৯-৪৭৪৭।
উক্ত আলামত প্রাপ্ত হইয়া ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করি। এ সংক্রান্তে কুষ্টিয়া মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।