মোঃ আল আমিন, (দিনাজপুর) চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি:।।
শুক্রবার (৫ জুলাই) সকাল ৫:৩০ মিনিটে দিকে পাঁচবাড়ি বাজারের চকরামপুর এলাকায় দিনাজপুর -ফুলবাড়ি হাইওয়েতে আরিয়ান পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনায় ঘটে আহত হয় অন্তত ২৮ জন।
এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ জন তার মধ্যে নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে । তিনি হলেন, ওইট্রাক থাকা চালক হাসু (৪০)। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি গ্রামে। এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি আরো জানান , ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস ঠাকুরগাঁওয়ের রানীশৈংকলের দিকে যাচ্ছিল। সকাল ৫:৩০ মিনিটের দিকে দিনাজপুর -ফুলবাড়ি হাইওয়েতে আরিয়ান পেট্রোল পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই সঙ্গেই ট্রাকের ড্রাইভার ও নাবিল বাসের হেলপার মারা যায়। তাৎক্ষণিক এলাকাবাসী ছুটে আসলে এবং সঙ্গেই কাছে থাকা ফায়ার সার্ভিস এসে বাস এবং ট্রাকে থাকা লোকজনদেরকে উদ্ধার করে এবং আহতদেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ তিনজন মারা যায়।
ট্রাকের চালক ছাড়া অন্যদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ তথ্য জানিয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি । দুর্ঘটনায় আহত ২৮ জন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।