জামিল মোহাম্মদ জনি,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ।।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈবাল চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুপায়ন সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস এবং মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী।
বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডা. রূপন শীল, সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল, বর্তমান মহিলা সম্পাদিকা শিল্পী রাণী ঘোষ, পূজা উদযাপন পরিষদ পদুয়া ইউনিয়নের সভাপতি মিল্টন চৌধুরী, হোসনাবাদের সভাপতি মাস্টার পরেশ সাহা, পোমরা সভাপতি সমীর চক্রবর্তী, সাধারণ সম্পাদক মানিক কান্তি দাশ, পারুয়ার সভাপতি তুষার পাল প্রমুখ। শেষে রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।