প্রিন্ট এর তারিখঃ May 24, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 25, 2025 ইং
বন্ধুর হাতে বন্ধু খুন ৩০ টাকার জন্য মতিঝিলে

ঢাকা রাজধানীর মতিঝিলে মাত্র ৩০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা কাণ্ডের ঘটনায় একমাত্র আসামি রাকিব হোসেন (বয়স ১৯বছর) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ ই মে) রাতে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গী মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ মমিন (বয়স ২০ বছর) ও রাকিব হোসেন (বয়স ১৯ বছর) দুই বন্ধু। রাকিব পরিচ্ছন্ন কর্মী ও মমিন দোকান কর্মচারী।
(গত ১২ ই মে) সন্ধ্যার রাকিব ও মমিন আরেক বন্ধু আলামিন সহ এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনি কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করে।
পুলিশ জানায়,আলামিন কে আম বিক্রির ১৩০ টাকা দেওয়া হলে ও অবশিষ্ট ২৬০ টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। (১২ ই মে রাতে) মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাকিব মমিন কে আম বিক্রির ১০০ টাকা দেয়। এ সময় মমিন আরো ৩০ টাকা দাবি করলে দুজনের মধ্যে বাক বিতণ্ডা হয়।
এক পর্যায়ে দুজন বাড়ি চলে যায়। মতিঝিল থানা পুলিশ জানায়, পরের দিন সকাল ১০ টার দিকে একই জায়গায় আবার দেখা হলে তাদের মধ্যে ওই টাকা নিয়ে তর্ক, বিতর্ক হয়। এক পর্যায়ে তর্কের মধ্যে মমিন, আসামির মা-বোনকে উদ্দেশ্য করে গালি গালাজ করলে রাকিব, মমিন কে থাপ্পড় মারে। এক পর্যায়ে মমিন,রাকিব কে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে মারাত্মক জখম করে।
আঘাত পেয়ে মাটিতে পড়ে গেলে রিকশাযোগে ঢাকা মেডিক্যালে নিয়ে যায় রাকিব।সেখানে কর্তব্যরত চিকিৎসক মমিন কে মৃত ঘোষণা করার পর রাকিব কৌশলে পালিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহ চলে আসে।পরে লাশের ময়নাতদন্ত শেষে ভুক্ত ভোগীর বাবা ফিরোজ শেখ লাশ গ্রহণ করে ও মতিঝিল থানায় আসামি রাকিবের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সাত দিনের মধ্যে রাকিব হোসেনকে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। আসামি বিজ্ঞ আদালতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ