জি, এম আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধি:।।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর যুবলীগ কর্তৃক এক কর্মী সভার আয়োজন করা হয় খুলনা দলীয় কার্যালয়ে আজ ১ জুলাই ২০২৪ বিকাল ৫ ঘটিকায় এই কর্মী সভার আয়োজন করা হয়। উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে,
উপস্থিত ছিলেন জনাব তালুকদার আব্দুল খালেক মাননীয় মেয়র কেসিসি ও সভাপতি খুলনা মহানগর আওয়ামী লীগ প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন দলকে নতুন কর্মীর মাধ্যমে সুসংগঠিত করতে হবে এবং নেতাকর্মীদের প্রাধান্য দিতে হবে তাদেরকে সুযোগ করে দিয়ে দলকে সুসংগঠিত করতে হবে।
উক্ত কর্মীসভায় সম্মানিত অতিথি হিসাবে ছিলেন জনাব সেখ সালাউদ্দিন জুয়েল বঙ্গবন্ধুর ভ্রাত্যপুত্র ও মাননীয় সংসদ সদস্য খুলনা -০২ সম্মানিত অতিথি হিসেবে ছিলেন শেখ সোহেল বঙ্গবন্ধুর ভ্রাত্যপুত্র ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম ডি বাবুল রানা সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগ।
প্রকৌশলী মৃনাল কান্তি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এ্যাড.ড. শামীম আল সাইফুল সোহাগ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব মোঃ ইসলাম সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ।
উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করেন শফিকুর রহমান পলাশ সভাপতি, খুলনা মহানগর যুবলীগ।
সঞ্চালনায় ছিলেন শেখ শাহজালাল হোসেন সুজন সাধারণ সম্পাদক, খুলনা মহানগর যুবলীগ, এছাড়া খুলনা মহানগর আওয়ামী যুবলীগের বিভিন্ন নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।