নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:।।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রবিবার, ৩০ জুন দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে তবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি বা কেউ হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে হাসপাতালে ভর্তি রোগি ও তাদের স্বজনরা এ সময় অনেকে রোগীদের নিয়ে হাসপাতালের বাইরের ফ্লোরে চলে যায়। তবে কি কারণে এ আগুন লাগে তার সঠিক কারণ জানা যায় নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি, তিনি জানান, দুপুরে আড়াইটার দিকে সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুনের ব্যাপ্তি ছোট থাকায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনায় কেউ আহত ও হয়নি।খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি তবে ঠিক কি কারণে আগুন লেগেছে তার সঠিক কারণ এখন বলা যাচ্ছে না।তদন্ত করে পরবর্তীতে বলা যাবে।