বিনামূল্যে-ওয়েভ-ডিজাইন-এন্ড-ডেভেলপমেন্ট-(বেসিক-কোর্স)
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৫
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজকে সাধারণভাবে দুটি ভাগে ভাগ করা যায়:
১. ওয়েব ডিজাইন (Web Design):
ওয়েবসাইটের চেহারা, রঙ, লেআউট (layout), টাইপোগ্রাফি, ও ব্যবহারকারীর অভিজ্ঞতা (User Experience - UX) ডিজাইন করার কাজ।
ওয়েব ডিজাইনের কাজগুলো হলো:
ওয়েবসাইটের হোমপেজ ও অন্যান্য পেজ ডিজাইন করা
রেসপন্সিভ (মোবাইল ফ্রেন্ডলি) ডিজাইন তৈরি করা
ব্যবহারকারীর জন্য সহজ ও সুন্দর ইন্টারফেস বানানো
ডিজাইন টুলস যেমন: Adobe XD, Figma, Photoshop ব্যবহার
২. ওয়েব ডেভেলপমেন্ট (Web Development):
ডিজাইনকে বাস্তবে ওয়েবসাইটে রূপান্তর করার প্রক্রিয়া। এটি কোড লেখার মাধ্যমে হয়।
ওয়েব ডেভেলপমেন্ট দুই ভাগে ভাগ হয়:
ক. ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট (Frontend):
ব্যবহারকারীর যা চোখে দেখে সেই অংশ তৈরি করা
HTML, CSS, JavaScript ব্যবহার করা
রেসপন্সিভ ও ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি
খ. ব্যাকএন্ড ডেভেলপমেন্ট (Backend):
ওয়েবসাইটের ভিতরের অংশ যেমন: ডাটাবেস, ইউজার ম্যানেজমেন্ট, লগইন/রেজিস্ট্রেশন ব্যবস্থা
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেমন: PHP, Python (Django), JavaScript (Node.js) ইত্যাদি ব্যবহার
বেসিক কোর্সে সাধারণত যা শিখানো হয়:
HTML (ওয়েবপেজের স্ট্রাকচার)
CSS (ওয়েবপেজ সাজানো)
JavaScript-এর প্রাথমিক ধারণা
ছোট একটি প্রজেক্ট: যেমন একটি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি