ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় স্বাধীন যুব উন্নয়ন সংস্থার অর্থায়নে অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ে গাছের চারা বিতরন

  • প্রতিনিধির নাম :মো: সবুজ, ভোলা প্রতিনিধি: | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 312 জন
ভোলায় স্বাধীন যুব উন্নয়ন সংস্থার অর্থায়নে অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ে গাছের চারা বিতরন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১: ভোলায় স্বাধীন যুব উন্নয়ন সংস্থার অর্থায়নে অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ে গাছের চারা বিতরন
ad728
গাছ লাগান পরিবেশ বাঁচান,এই স্লোগান কে সামনে রেখে ভোলার স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন যুব উন্নয়ন সংস্থার অর্থায়নে অগ্রদূত সংস্থাকে কয়েক প্রজাতি গাছের চারা হস্তান্তর করেছে। বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় ফল ফুল ও ঔষধি বনজ গাছের চারাগুলো অগ্রদূত সংস্থার অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে রোপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচির পালন করা হয়।

অগ্রদূত সংস্থার পরিচালক মো. জাকির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো.টিএসএম ফিদা হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মো.নজরুল ইসলাম ও নির্বাহী পরিচালক মো. রাকিবুল ইসলামসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে টিএসএম ফিদা হাসান বলেন,গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখে, কার্বনডাই-অক্সাইড গ্রহণ করে আমাদের ফ্রেশ অক্সিজেন সাপ্লাই করে।

তিনি আরো জানান,স্বাধীন যুব উন্নয়ন সংস্থা একটি স্বেচ্ছাসেবী সংস্থা।তারা সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।আজ তারা অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঝে বিনা মূল্যে কয়েকশ প্রজাতির গাছের চারা বিতরন করেছে।তাদের এই কার্যক্রম পরিবেশের ভারসাম্যে সবুজায়ন বনভূমি তৈরির ব্যাপক ভূমিকা রাখবে।

স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো.রাকিবুল ইসলাম বলেন, সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিরাপদ খাদ্য উৎপাদনের উৎসাহিত করতে ২০০৯ সালে স্বাধীন যুব উন্নয়ন সংস্থা নামের এই সংগঠনটির যাত্রা শুরু হয়।বর্তমানে আমাদের কার্যক্রম ভোলায় ব্যাপক বিস্তার লাভ করেছে।

তিনি আরো জানান,সবুজ বনায়নের কথা চিন্তা করে আমাদের এই উদ্যোগ।পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই উদ্যোগ ভবিষ্যতে চলমান থাকবে।
facebook sharing button twitter sharing button

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক নিউজ স্বাধীন ৭১:

কমেন্ট বক্স
ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর

ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর