ঢাকা | বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীর অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আটক

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1213 জন
এসএসসি পরীক্ষার্থীর অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

ভোলার বোরহানউদ্দিনে ওমর কাজী নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন পরিবারের সদস্যরা


  1. শুক্রবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটঅভিযুক্ত ছাত্রলীগ নেতা ওমর কাজী বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।ঘটনার পর পলাতক রয়েছেন ওমর কাজী।

ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, এসএসসি প্রথম পরীক্ষার পর দ্বিতীয় বিষয়ের জন্য শুক্রবার রাতে পড়াশোনা করছিলাম। রাত সোয়া ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে টয়লেটে যাচ্ছিলাম। এমন সময় ওমর কাজি আমার মুপ চেপে ধরে জোরপূর্বক বাগানে নিয়ে যায়। আমি চিৎকার দিলে সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে সে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে।


ভুক্তভোগীর মা জানান, ধর্ষণের শিকার হয়ে ঘরে এসে কিশোরী অজ্ঞান হয়ে পড়ে। রাতেই এ ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাতে যাওয়ার সময় ওমর কাজী আমার গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টা করে। ঘটনাটি বোরহানউদ্দি থানা পুলিশকে জানালে মেয়েকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ভোলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনা কাউকে না জানাতে হুমকি-ধামকি দিচ্ছে।


  1. বোরহানউদ্দিন থানার ওসি মো. আহসান কবির বলেন, ধর্ষণের বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ তানজিল আহমেদ

কমেন্ট বক্স
ভোলার দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচি

ভোলার দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচি