ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুরে কাস্তে মার্কার প্রার্থীর সমর্থনে পথসভা

  • প্রতিনিধির নাম :মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর জেলা প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 5598 জন
চাঁদপুরে কাস্তে মার্কার প্রার্থীর সমর্থনে পথসভা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
স্বাস্থ্যসেবা উন্নয়ন ও অতিরিক্ত পৌর কর প্রত্যাহারের দাবি চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন বাজারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-মনোনীত কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টা থেকে বাবুরহাট, চাঁনখান দোকান, মহামায়া ও ছোটসুন্দর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে সাধারণ মানুষ ভোট দিলেও প্রতারিত হয়েছে। দারিদ্র্য, দুর্নীতি, চাঁদাবাজি ও সমাজিক অবক্ষয় বাড়ছে। পৌরসভার সেবার মান নিম্নমুখী, পানির বিল দ্বিগুণ এবং অতিরিক্ত পৌর কর আরোপ করে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে।

বক্তারা আরও বলেন, চাঁদপুর সদর হাসপাতাল ও গ্রামীণ কমিউনিটি ক্লিনিকসহ সরকারি স্বাস্থ্যসেবা খাতে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। সরকারি ডাক্তারদের অনেকে প্রাইভেট ক্লিনিকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখছেন। হাসপাতালগুলোতে ওষুধের মান নিম্নমানের এবং জরুরি পরীক্ষা-নিরীক্ষা সেবা বন্ধ বা অকেজো অবস্থায় রয়েছে।
বক্তারা বলেন অবিলম্বে চাঁদপুর সদর হাসপাতালসহ সকল সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে হবে। অতিরিক্ত পৌর কর ও পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

পথসভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, প্রার্থী কমরেড মো. জাহাঙ্গীর হোসেন, সুধাংশু সাহা, মো. জহির উদ্দিন বাবর, কৃষক নেতা মো. ইসহাক, আশিষ কুমার সরকার ও সাংবাদিক শংকর চন্দ্র দাস।সভা পরিচালনা করেন কমরেড শ্যামল চন্দ্র ঘোষ ও ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মুহাম্মদ কাউছার তপদার।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাওঃ আবুল হাসেম বীরগঞ্জ নুরুল উলুম কওমী হাফিজিয়া মাদ্রাসার

মাওঃ আবুল হাসেম বীরগঞ্জ নুরুল উলুম কওমী হাফিজিয়া মাদ্রাসার