ঢাকা | বঙ্গাব্দ

আত্ম সমালোচনা

  • প্রতিনিধির নাম :এস এম মনিরুজ্জামান আকাশ, চলনবিল পাবনা প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 4725 জন
আত্ম সমালোচনা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
(সুত্রঃ আমার জন্মদাতা পিতা কবি ডাঃ আঃ হালিম মাস্টার-কে উৎসর্গীত)

অন্যের ব্যবহার মন্দ বলে নিজে মন্দ হলে-
আপন জীবন নষ্ট হবে ;  যাবে রসাতলে,
হবে তোমার জীবন ধারা হিতে বিপরীত-
ব্যর্থ প্রয়াসে পাবেনা তুমি জীবনের ভীত!

সুন্দর তুমি বলে সবাই! ব্যবহার তব মন্দ-
এ কথায় করা যাবেনা  কারো সাথে দ্বন্দ্ব,
দেখাতে হবে সুদূর প্রসারী মননশীল মন-
তবেই বুঝবে সবে তোমার হৃদয় ওজন।

ব্যর্থতাকে সার্থক করবে ধৈর্য ও বুদ্ধিমত্তায়-
সুসংগঠিত ও প্রত্যাশিত সমাজ ব্যবস্থায়,
পাবে ধন্যবাদ সকল মহলের স্বসম্মানে-
হবে মহৎ নেকাত্মায় সবার দোয়ার বানে।

তুমি হবে সুন্দর সবার হৃদয়ের নীড়ে-
হই-চই পড়ে যাবে চারি দিকে তব ঘিরে,
হবে মন্দ;বাধবে দ্বন্দ্ব খারাপ কবে লোকে-
তুমি নিগৃহীত হবে  এ ধরায় লোক চোখে।

খারাপের সাথে ভাল থাকলে সঙ্গ দোষে-
ভাল যায় নাকি! খারাপের সাথে মিশে,
তুমি হও ভালো সৎ সঙ্গে সুন্দর পরিবেশে-
করবে বরণ তোমায়  সবাই স্বস্নেহে ভালোবেসে.....

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জের ৩টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থী চূড়ান্ত

হবিগঞ্জের ৩টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থী চূড়ান্ত