ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের লোহাগড়ায় বিলের মধ্যে থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

  • প্রতিনিধির নাম :উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল: | নিউজটি দেখেছেনঃ 114778 জন
নড়াইলের লোহাগড়ায় বিলের মধ্যে থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিলের মধ্য থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুকবের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা  বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালমান উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১ টা পর্যন্ত সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে।

পিকনিক শেষে শামুকখোলা নিজ বাড়িতে এসে কিছু সময় পর আবার বের হয়ে যায়। এরপর থেকে সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়।

 শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে অজ্ঞাত মরদেহ পাওয়ার খবর পেয়ে সালমান এর স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে সালমানের মরদেহ শনাক্ত করে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 এ ছাড়া ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
মনপুরায় এসএসসি ও এইচএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার

মনপুরায় এসএসসি ও এইচএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার