ঢাকা | বঙ্গাব্দ

গ্রিন রিথিঙ্কের উদ্যোগে বর্জ্য : মেয়র ডা. শাহাদাত হোসেন

  • প্রতিনিধির নাম :আদর বড়ুয়া, চট্টগ্রাম পটিয়া উপজেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 4848 জন
গ্রিন রিথিঙ্কের উদ্যোগে বর্জ্য : মেয়র ডা. শাহাদাত হোসেন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন রিথিঙ্ক’-এর উদ্যোগে “বর্জ্য বিনিময় কর্নার” কার্যক্রমের উদ্বোধন করেছেন  মেয়র ডা. শাহাদাত হোসেন যেখানে সংগৃহিত প্লাস্টিক জমা দিয়ে মিলছে খাদ্য। 

সোমবার  চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িস্থ গোয়ালপাড়ায় এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। অনুষ্ঠানে সংগঠনটি প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্যের বিনিময়ে নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করে। এর মাধ্যমে নাগরিকদের পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সংগঠনটি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি চাই, এই পরিবেশবান্ধব আন্দোলনে তরুণরা আরও সক্রিয়ভাবে যুক্ত হোক। পরিবেশ রক্ষা কেবল মেয়র কিংবা কোনো সংগঠনের দায়িত্ব নয়; বরং সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমেই একটি সত্যিকারের সবুজ নগরী গড়ে উঠতে পারে। যদি নাগরিকরা সচেতন হন এবং সবাই মিলে বর্জ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখেন, তবে চট্টগ্রামকেও উন্নত বিশ্বের পরিবেশবান্ধব নগরীর সারিতে নেওয়া সম্ভব।

গ্রিন রিথিঙ্কের প্রজেক্ট কো-অর্ডিনেটর ও কো-ফাউন্ডার তাসনোভা শামীম ইরা বলেন, “আমাদের এই উদ্যোগের লক্ষ্য হলো লোকালয়কে প্লাস্টিকমুক্ত করা এবং একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় সহযোগিতা করা। তবে সবকিছুর ঊর্ধ্বে আমরা নাগরিকদের পরিবেশ সচেতন করে তুলতেই কাজ করে যাচ্ছি।” 

কো-ফাউন্ডার ও প্রজেক্ট ম্যানেজার ফারজানা মাহি বলেন, “এই উদ্যোগ শুধু আজকের অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আমরা এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছি।”

অনুষ্ঠানে গ্রিন রিথিঙ্কের বোর্ড মেম্বারগণের মধ্যে উপস্থিত ছিলেন মঈনুদ্দিন চৌধুরী (মঈন) এবং মোহাম্মদ মিজবাহ উদ্দীন। এছাড়া বিভিন্ন কার্যক্রমে অংশ নেন মোট ১১ জন স্বেচ্ছাসেবক।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী

গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী