ঢাকা | বঙ্গাব্দ

প্রথম বারেই বাজিমাত নুরুল ইসলাম নয়ন চরফ্যাশন ও মনপুরা (ভোলা-৪)

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 4957 জন
প্রথম বারেই বাজিমাত নুরুল ইসলাম নয়ন চরফ্যাশন ও মনপুরা (ভোলা-৪) ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
প্রথম বারেই বাজিমাত নুরুল ইসলাম নয়ন চরফ্যাশন ও মনপুরা (ভোলা-৪)

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের  মতো ভোলা-৪ চরফ্যাশন মনপুরার  আসন থেকে বিএনপির  মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবদী যুবদলের  সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন । আজ সোমবার (৩ নবেম্বর) বিকেলে  বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের বিএনপির  মনোনয়ন ঘোষণা করেন। এ সময়  ভোলা-৪ আসন থেকে নূরুল ইসলাম নয়নকে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন তিনি। এদিকে মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে মনপুরা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইতে শুরু করে। শুরু হয় দুই গ্রুপের মাঝে একে অপরের সাথে আলিঙ্গন করেন। 

মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সামছু মোল্লা স্বাধীন একাত্তর কে জানান , জনাব নুরুল ইসলাম নয়ন ভাই মনোনয়ন কনফার্ম হওয়ার পর  আমরা মনপুরা উপজেলার সাবেক বিএনপির সভাপতি সামস উদ্দিন বাচ্চু চৌধুরী ও সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বরসহ উপস্থিত সকল নেতা কর্মির সাথে সৌজন্য সাক্ষাৎ করি এবং তাদের কে আমরা বলেছি  যেহেতু আপনি মনপুরার সাবেক বিএনপির সভাপতি। আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে আমরা নির্বাচন করবো আপনি আমাদের সভাপতি হিসেবে আপনি আমাদের কে দিকনির্দেশনা দিবেন আমরা আপনার নেতৃত্বে তারেক রহমানে মনোনীত প্রার্থীর নির্বাচন করবো।তিনি আশস্ব করেন আমি জনাব নাজিম উদ্দিন আলম ভাই এর সাথে কথা বলে জানাবো।

মনপুরা উপজেলা যুবদলের সদস্য সচিব
হাফেজ রহীম জানান,
জনাব নাজিম উদ্দিন আলম ভাই তিনি ছয় বার নমিনেশন প্রাপ্ত এবং তিনবার চরফ্যাশন ও মনপুরার এমপি ছিলেন এবং যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই তিনি ও একটা শক্ত অবস্থান তৈরি করছেন। আমার বক্তব্য থাকবে আমরা সবাই বিএনপির পরিবার এবং যাহারা আলম ভাইয়ের পক্ষে ছিলেন আমরা তাদের কে নিয়ে কাজ করবো
যদি আলম ভাই কে নমিনেশন দিতেন তাহলে আমরা একই কাজ করতাম।
এবং সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বাধীন একাত্তর কে জানান।  তারেক রহমানের নির্দেশ আছে কোন ধরনের মিষ্টি বা মিশিল করা যাবে না আমরা সেই নির্দেশনা মেনে চলছি।  তিনি আরো বলেন।  আমরা যুবদলের আহবায়ক ও আমি সহ আলম ভাই গ্রুপের মনপুরা বিএনপির সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকল নেতা কর্মির সাথে সৌজন্য সাক্ষাত করি এবং শান্তনা মূলক কথাবার্তা বলি এবং তাদের কে আহবান করছি আসেন আমরা সবাই আপনার সভাপতির নেতৃত্বে আগামী নির্বাচন পরিচালনা করি।

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ২ নং হাজীরহাট ইউনিয়ন এর সাবেক  সফল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার বলেন, আলম ভাইয়ের গ্রুপ এবং নয়ন ভাইয়ের গ্রুপ এর মধ্যে কোন বিরোধ নেই। আমরা ঐক্যবদ্ধ  হয়ে বিএনপির ধানের শীষের পক্ষে নির্বাচন  করবো। তিনি আরও জানান, দলের স্বার্থে জাতির স্বার্থে কারো সাথে আমাদের কোন বিরোধ নেই। আমি সকলকে আহবান করব সকলে যেন ধানের শীষের নির্বাচন করে ত্রয়োদশ জাতীয় সংসদ   নির্বাচনে বিপুল ভোটে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাই কে নির্বাচিত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে  আমরা চরফ্যাশন মনপুরা বাসি এ আসনটি  উপহার দিবো ইনশাআল্লাহ।


নিউজটি পোস্ট করেছেন : মোহাম্মদ মাকছুদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাওঃ আবুল হাসেম বীরগঞ্জ নুরুল উলুম কওমী হাফিজিয়া মাদ্রাসার

মাওঃ আবুল হাসেম বীরগঞ্জ নুরুল উলুম কওমী হাফিজিয়া মাদ্রাসার