ময়মনসিংহের ভালুকায় দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার (২ নভেম্বর ২০২৫) সকাল ও দুপুরে উপজেলার দুটি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ভালুকা ব্রিজের দক্ষিণ পাশে সানির মোড় পেট্রোল পাম্পের সামনে। তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। প্রতক্ষদোষীরা জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
এর দুই ঘণ্টা পর দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ভালুকা বাসস্ট্যান্ড ওভারব্রিজের নিচে আরেকটি দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হন।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সম্প্রতি দুর্ঘটনার হার বেড়ে গেছে। তারা বলেন, “দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
মোঃ ফয়েজ উদ্দিন