ঢাকা | বঙ্গাব্দ

বাংলা বাজার নদীরপাড়ে আন্তঃএলাকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • প্রতিনিধির নাম :মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর প্সরতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 6361 জন
বাংলা বাজার নদীরপাড়ে আন্তঃএলাকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
চাঁদপুর সদর উপজেলার বাংলা বাজার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তঃএলাকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে বাংলা বাজার এলাকার নদীরপাড় (কোস্টগার্ড মাঠ সংলগ্ন) স্থানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মহন কবিরাজ একাদশ বনাম হাসান মিজি একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে মহন কবিরাজ একাদশ প্রতিদ্বন্দ্বী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গিয়াসউদ্দিন মিন্টু মাঝি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ১২নং চান্দ্রা ইউনিয়ন বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ মাষ্টার, প্রধান শিক্ষক, বাংলা বাজার আদর্শ একাডেমি; মাসুদ কবিরাজ, সমাজসেবক; এবং মাওলানা জহিরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন মনির হোসেন, নয়ন, মামুন মিজি,পাবেল, সাগর মিজি, শরীফ কবিরাজ, মাসুম, লিমন কবিরাজসহ স্থানীয় অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক।পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায়ী মোঃ মনির কবিরাজ এবং খেলা পরিচালনা করেন রুবেল শেখ।

প্রধান অতিথি মিন্টু মাঝি বলেন, যেকোনো খেলাধুলার ক্ষেত্রে আমি সবসময় যুব সমাজের পাশে থাকার চেষ্টা করব। কারণ খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জকসু নির্বাচনী আচরণবিধিমালা –২০২৫ প্রকাশ

জকসু নির্বাচনী আচরণবিধিমালা –২০২৫ প্রকাশ